প্ল্যাটফর্ম নিউজ, ২৩ জুন ২০২০, মঙ্গলবার
গত ৭ই জুন ২০২০ (রবিবার) তারিখে হালকা জ্বর, নাকে গন্ধ লোপ পাওয়া, অরুচি ও শারীরিক দূর্বলতা অনুভূত হওয়ায় নিজ থেকেই হোম আইসোলেশনে চলে যান ডা. আশরাফুল হক সিয়াম এবং ৮ জুন নমুনা পরীক্ষার জন্য স্যাম্পল দেন, ১১ জুন নমুনা পরীক্ষার ফলাফলে কোভিড-১৯ পজিটিভ আসে।
কাটাছেঁড়া ছাড়াই হার্টে সফল অস্ত্রোপচার করা হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক দলের পথিকৃৎ ডা. আশরাফুল হক সিয়াম। তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও আবাসিক সার্জন এবং এশিয়ার কনিষ্ঠতম কার্ডিয়াক সার্জন। কার্ডিয়াক সার্জন্স সোসাইটি অব বাংলাদেশের (সিএসএসবি) সাধারণ সম্পাদক পদেও রয়েছেন তিনি।
প্রথমদিন কিছুটা সুস্থ থাকলেও ধীরে ধীরে ডা. আশরাফুল হক সিয়ামের অবস্থা খারাপ হতে থাকে, বিভিন্ন লক্ষণ দেখা দিতে শুরু করে, রক্তে অক্সিজেনের মাত্রা ক্রমাগত কমে যায়। অতঃপর জ্বর ও কাশি নিয়ে আনোয়ার খান মর্ডান হাসপাতালে সহযোগী অধ্যাপক ডাঃ রুবাইয়াত শেখ গিয়াসউদ্দিন এর তত্ত্বাবধানে ভর্তি হন। কোভিড আক্রান্ত হওয়ার দীর্ঘ ১৭ দিন পর ২২ জুন ১ম নমুনার রিপোর্টে তার নেগেটিভ ফলাফল আসে।
তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আলহামদুলিল্লাহ্, আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি এখন কোভিডমুক্ত। অসুস্থতার সময়ে আপনাদের যে ভালোবাসা আমি পেয়েছি, তা আমাকে চিরজীবন ঋনী করে রাখবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আব্দুল্লাহ, কার্যালয়ের সচিব জনাব তোফাজ্জল হোসেন মিয়ার মাধ্যমে নিয়মিত আমার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন যাতে আমি একই সাথে গর্বিত এবং কৃতজ্ঞ, তাঁর এই উৎকন্ঠা এবং আন্তরিকতা আমাকে দ্বিগুন উৎসাহে পুণরায় রোগীদের সেবায় ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করবে নি:সন্দেহে। বিভিন্ন পর্যায়ের চিকিৎসক সহকর্মী, বন্ধুবান্ধব, স্বাস্থ্যকর্মী ও রাজনৈতিক সহকর্মী, শ্রদ্ধাভাজন, সুহৃদ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকে। তিনি ধন্যবাদ জানান, প্ল্যাটফর্ম, বিডিএফ, এফডিএসআর সহ যারা প্রতিনিয়ত তার খোঁজখবর নিয়েছেন তাদেরকে।”
তিনি সকলের কাছে দোয়া চেয়ে বলেন, “যেন বিদ্যমান শারীরিক দূর্বলতা কাটিয়ে দ্রুতই আবারো কাজে ফিরতে পারি, আপনাদের মাঝে ফিরতে পারি। সকলের সহযোগীতায় জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দ্রুততম সময়ে কোভিডমুক্ত বাংলাদেশই আমাদের আরাধ্য।”