ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেসন প্রতি বছর ৫ জন (২০০০ ডলার করে ভাতা দিয়ে) উদীয়মান স্ট্রোক প্রফেশনাল দের পৃথিবীর সেরা স্ট্রোক সেন্টার সমূহে প্লেসমেন্ট এ যাবার সুযোগ করে দেয়। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের মানুষ কে আরও সেবা দেয়া সম্ভব হবে এবং নিজের ক্যারিয়ার এর জন্য এটা একটি বিশেষ সুযোগ বলা যায়।
যেহেতু এই স্কলারশিপ কেবলমাত্র ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেসন এর মেম্বার অর্গানাইজেসন সমুহের মেম্বার দের জন্য প্রযোজ্য, বাংলাদেশ স্ট্রোক অ্যাসোসিয়েশান এর মেম্বারগন এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন।
এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, ২০১৬ সালের জন্য এখনি প্রস্তুতি নিন। আগ্রহি গণকে [email protected] এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
অফিসিয়াল ওয়েবঃ http://www.stroke-nssn.org/