বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় চিকিৎসকদের স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করার প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক সায়েদুর রহমান বলেন, অন্যান্য ক্যাডারের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর থাকলেও, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ক্ষেত্রে এটি ৩২ বছর নির্ধারণ করা হয়েছিল, কারণ এমবিবিএস ডিগ্রি অর্জনে পাঁচ বছর এবং ইন্টার্নশিপে এক বছর সময় লাগে। পরবর্তীতে সব ক্যাডারের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছরে উন্নীত করা হলেও স্বাস্থ্য ক্যাডারকে আলাদাভাবে বিবেচনা করা হয়নি। এ কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় এটি ৩৪ বছর করার প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে।’
প্ল্যাটফর্ম/