২৩শে জানুয়ারি বৃহস্পতিবার,২০২০
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ডা:উত্তম কুমার পাল।বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ডা:উত্তম কুমার পাল বর্তমানে উক্ত মেডিকেল কলেজের এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান ও উপাধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ডা:উত্তম কুমার পাল ১৯৬১ সালের ২রা অক্টোবর চাঁদপুরে জন্মগ্রহণ করেন।
স্কুলজীবনে তিনি চাঁদপুরের হাসান আলী সরকারি গভ:হাইস্কুলের ছাত্র ছিলেন। এসএসসিতে তিনি ওই স্কুলের সর্বোচ্চ নাম্বার পেয়ে পাস করেন। এইচএসসি পাস করেন চাঁদপুর কলেজ থেকে।
ছাত্রজীবনে অত্যন্ত দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করে জয়ী হওয়া ডা:উত্তম কুমার চাঁদপুর কলেজে পড়ার সময়কালে টিউশনি করে শিক্ষা ব্যয়ভার বহন করতেন। অত্যন্ত উদ্যমী ছাত্র উত্তম কুমার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তির পর স্কলারশিপে যা পেতেন তা দিয়েই কষ্ট করে চালিয়েছেন মেডিকেলের শিক্ষা জীবন। বিলাসিতা করার কোনো সুযোগ তো ছিল না তার জীবনে।
২০১৮ সালের ডিসেম্বরে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত হন।
প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে স্যারকে অভিনন্দন ও আমরা স্যারের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
নিজস্ব প্রতিবেদক
প্ল্যাটফর্ম