তথ্য ও ছবি: ডা. রাকিব, RMO at Alight Hospital (Pvt) Ltd.and DiabeticCenter.Keranihat,Satkania,CTG
গত ৯ই অক্টোবার, হাটহাজারি হাসপাতালে ডা:সৈকত চন্দ্র পাল হুমকির সম্মুখীন হলে চট্টগ্রাম বিএমএ’র সদস্যরা এই ব্যাপারে দ্রুত বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেন।
এই প্রসঙ্গে ডা. রাকিব বলেন,
কিছুদিন আগে হাটাজারী আধুনিক হাসপাতালের এমডি কুখ্যাত এডভোকেট জামাল এবং তার ছেলে খারাপ রোগী রেফার করায় আমাদের সহকর্মী ডা:সৈকত এর গায়ে হাত তোলে এবং অপমান করে।এই বিষয়ে বিএমএ চট্টগ্রাম শাখার সম্মানিত নেতৃবৃন্দ আজ কুখ্যাত জামালকে সহ সভা আহবান করেন।
তাই অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানাই বিএমএ চট্টগ্রাম শাখার সম্মানিত সভাপতি ডা:মুজিবুল হক খান স্যার, সাধারণ সম্পাদক ডা: মো:শরীফ স্যার,বিশেষ করে বিএমএ যুগ্ম সম্পাদক ডা:ফয়সাল ইকবাল চৌধুরী স্যার এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বিএমএ সিসি মেম্বার ডা: শওকত এবং ডা: মোহাম্মদ ভাই কে ডা:সৈকত এর ঘটনার ব্যাপারে বলিষ্ঠ ভূমিকার জন্য।
এই ঘটনার পর, আজকের বিএমএ সভায় গৃহিত সিদ্বান্তসমূহ-
১-অনির্দিষ্ট কালের জন্য হাটাজারী আধুনিক হাসপাতাল এবং ডায়গনস্টিক সেন্টার বন্ধ থাকবে কোন ডাক্তার যাবেননা।
২-কুখ্যাত তথাকতিথ এমডি জামাল কে অব্যহতি দিতে হবে।
৩-নতুন গভর্নিং বডি করে ডাক্তারদের সাথে কোন খারাপ আচরণ করবেনা মর্মে মুচলেকা দিতে হবে।
৪-হাসপাতাল এ রোগী সম্পর্কিত সব সিদ্বান্ত ডাক্তার ছাড়া কেউ নিতে পারবেনা এবং কোন অন্যায় হস্তক্ষেপ করা যাবেনা।
হাটহাজারি হাসপাতালে চিকিৎসক এর উপর হামলার ঘটনা নিয়ে আরও বিস্তারিত জানতে ঃ
“চাকরি ছাড়লে মেরে পুতে রাখব”, কর্তব্যরত চিকিৎসককে হাসপাতাল এমডি আর পুত্রের হুমকি
বাহ!
alhamdulillah..
very good attempt
ALHAMDULILLAH. ..
স্যার আপনার এসব কাজের জন্য মানুষ আপনাকে যুগের পর যুগ মনে রাখবে, হৃদয়ের গভীর থেকে ভালোবাসা আর শ্রদ্ধা জানাবে। আপনার সুস্বাস্থ্য কামনা করছি
aziz bhai lot of thanks
অনেক ধন্যবাদ স্যার আপনাকে।
Yap, Ctg BMA!! this types attempt should be taken everywhere to control unnecessary bad events and to teach them that we were front bencher, and always infront??
Congratulations BMA Chittagong branch for proper initiative. Next time I will be a life member of Chittagong BMA inshaallah.
আলহামদুলিল্লাহ, সব ক্ষেত্রেই আমাদের অভিভাবক দের এরকম শক্ত ভূমিকা চাই। 🙂
একতাই বল
দাড়ী, টুপি কপালে সেজদার দাগ…..সবই তো আছে দেখছি….
Very good news…..
উদাহরন হয়ে থাকলো
This hospital is near my house.
No one likes this hospital.
The owner Mr.Jamal has misbehaved with most of the patient’s party.
It is also rumoured that he also harassed nurses.
His HSC passed Director son behaves very roughly with doctors.
It would be wise if no doctors attend the hospital.
An exceptionally bold step by Chittagong BMA. Hope they will not yield to any pressure.
Lots of thank to BMA chittagong.
Wowwwwww proud to b a cmcian…..respect for my teachers