অতিরিক্ত হাত ঘামার সমস্যাটা সচরাচর অনেকের মাঝেই দেখা যায়।
মেডিকেলীয় ভাষায় একে বলে palmar hyperhidrosis ।
হাত ঘামার সাথে সাথে থাকতে পারে পা, বগল,কপাল বেশী ঘামার সমস্যা।
কেন হয়?
-কোন কারন ছাড়াই অনেকের হাত-পা বেশী ঘামে।
-পারিবারিক ভাবে থাকতে পারে।
– কিছু রোগের কারনে হতে পারে। যেমন——
-ডায়াবেটিস
-থাইরয়েডের সমস্যা
– হাতে ইনফেকশন
-লিম্ফোমা
-রিউমাটয়েড আর্থাইটিস
-প্রেসারের ঔষধ
– বিষন্নতার ঔষধ
– এক্রমেগালী
– জন্মগত কিছু রোগ।
এছাড়াও মেয়েদের মাসিকের সময় ও মেনপোজের পরে বেশী হয়।
কি করনীয় ও কি চিকিৎসাঃ
-কিছু পরীক্ষা করিয়ে অন্য রোগ গুলো থাকলে সেতাএ চিকিৎসা নিতে হবে।
– Dricare moisturizing lotion ব্যবহার করুন
-Iontophoresis
-Botulinum toxin injection.
সুস্থ থাকুন
ডা আজমিরী বিনতে আসলাম
ফেসবুক সংযোগঃ Health Tips By Dr. Azmiree
Check it out. Nabila Tahseen
Farzana Mou 😛