প্ল্যাটফর্ম নিউজ, ৩১ জানুয়ারি, ২০২১, রবিবার
হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন বিসিপিএস এর প্রাক্তন সভাপতি এবং বাংলাদেশের কিংবদন্তি সার্জন অধ্যাপক ডা. গোলাম রসুল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। আজ ৩১ জানুয়ারি, ২০২১ ভোর ৪.০০ টায় ঢাকার উত্তরায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাজার নামাজ বাদশারটেক জামে মসজিদ সংলগ্ন ময়দানে( রোড-১২, সেক্টর-৩, উত্তরা, ঢাকা) বাদ যোহর অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের অন্যতম কিংবদন্তি, প্রথিতযশা এই সার্জন
১৯৮৯ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) সভাপতি হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-এ ১৯৮৮ সাল পর্যন্ত সার্জারি বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
বাংলাদেশের চিকিৎসা জগতের একজন উজ্জ্বল নক্ষত্র এবং এরূপ কিংবদন্তিতুল্য সার্জনের মৃত্যুতে প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।