হেলথ ক্যাম্প-১ আনন্দীপুর, ময়মনসিংহ

 

লেখকঃ ডাঃ মোহিব নীরব
10291055_793760340634397_1874275387643703380_n

হঠাৎ করেই তার দু’চোখে যেন আলো জ্বলে উঠলো ।
“সত্যি আপনি সত্যিই যাবেন আমাদের আনন্দীপূরে”?
‘হ্যাঁ শুধু আমি না আমার সাথে “প্ল্যাটফর্ম” থেকে ডাক্তাররা যাবে,স্টুডেন্টরাও যাবে” ।1609714_793403860670045_2074150448253303982_n
10253920_793403874003377_8054123162296101709_n11960_793403840670047_5708005201236709980_n10307225_793411997335898_287712661680730223_n10252031_793412020669229_6363388094127218389_n1506567_793410334002731_6867654108428712820_n10156104_793408977336200_6323259091898506581_n1660513_793409864002778_2269724121339212145_n10155268_793425684001196_2066709208675251361_n
10151358_793396804004084_499210582682874628_n
“জানেন ভাইয়া প্রথম হেলথ ক্যাম্পের আগে সারা জীবনে এক বারও ডাক্তারের কাছে যায় নি এমন অনেক মানুষ আমাদের গ্রামে ছিলো” ।
কথা হচ্ছিলো Md.Saleh Mohammad Regan এর সাথে । পেশায় ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার রিগান গল্প শোনাচ্ছিলেন-একদিন গ্রামের একজন তার কাছে পরামর্শ চাইতে এসেছিলো শারীরিক অসুস্থতার বিষয়ে । ছুটি কাটাতে গ্রামে আসা রিগান তখনই তার চিকিৎসক বন্ধুদের কোন এক ছুটিতে একসাথে গ্রামের এই মানুষগুলোকে একবার দেখে যাবার প্রস্তাব করে । স্কুলের সেই বন্ধুদের এতদিনের হৃদ্যতা জন্ম দেয় “বাগানবাড়ি স্বাস্থ্য সেবা কার্যক্রম”এর যার অর্থায়ন,ব্যবস্থাপনা করে রিগানের নন মেডিকেল ও চিকিৎসক বন্ধুরা । রিগানের বন্ধু , একজন প্ল্যাটফর্মিয়ান সুলেখক মাহবুব ময়ূখ রিশাদ এবারের হেলথ ক্যাম্পে যাবার প্রস্তাব করলে প্ল্যাটফর্মিয়ানদের উৎসাহ এবং আগ্রহে গতকাল ২মে ব্রহ্মপুত্র নদ পার হয়ে ময়মনসিংহের চরখরিচা আনন্দীপুর গ্রামে হেলথ ক্যাম্পে ঘুরে আসলাম আমরা কয়েকজন প্ল্যাটফর্মিয়ান । ঢাকা থেকে ডেন্টিস্টসহ, ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এবং কম্যুনিটি বেইজড মেডিকেল কলেজ থেকে মোট ১৪ জন । বাংলাদেশের অন্যতম পুরাতন শহর ময়মনসিংহ দেখা, নৌকায় ব্রহ্মপুত্র নদ পার হওয়া আর মাটির রাস্তায় মোটর সাইকেলের রুদ্ধশ্বাস রাইডের পর ঘন্টা তিনেক রোগী দেখার অসাধারণ অভিজ্ঞতা নিয়ে ফিরেছি । গ্রামের মানুষ যে কৃতজ্ঞতা নিয়ে আমাদের আতিথেয়তা দিয়েছে তা মনে রাখার মত । সারাদিনে ৫০০-৬০০রোগীর সেবা দেয়া হয় এ নিয়ে তৃতীয় বারের মত আয়োজিত বিনামূল্যের হেলথ ক্যাম্পে । হেলথ ক্যাম্পের আয়োজনের সাথে সম্পর্কিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের যে কোন প্রান্তে আয়োজিত হেলথ
ক্যাম্পে প্ল্যাটফর্মিয়ানদের ডাকা হলে স্বানন্দে হাজির হবার প্রত্যাশায় শেষ করছি আমি ডাঃ মোহিব নীরব ।

ফটো ক্রেডিটঃ Mohammad Mamun Parvez, ৩য় বর্ষ , কম্যুনিটি বেইজড মেডিকেল কলেজ, ময়মনসিংহ
(বিদ্রঃ ছবিগুলো রোগীদের অনুমতিক্রমে তোলা) [metaslider id=175]

ডক্টরস ডেস্ক

2 thoughts on “হেলথ ক্যাম্প-১ আনন্দীপুর, ময়মনসিংহ

    1. ধন্যবাদ আরো হেলথ ক্যাম্প আসছে কিছু দিনের মধ্যেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

বিএমডিসি'র ওয়েবসাইটে ডাক্তারদের তথ্য

Sun May 4 , 2014
বিএমডিসি (বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল) এর ওয়েবসাইটের আধুনিকায়ন করা হয়েছে। ওয়েবসাইটে যে কোন ডাক্তারের বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর লিখে সার্চ দিলেই তার ছবি, নামসহ বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। আপাতত ১-৬০,০০০ পর্যন্ত রেজিস্ট্রেশনধারী চিকিৎসকদের তথ্য পাওয়া গেলেও খুব শীঘ্রই সকল রেজিস্ট্রেশন নম্বরধারী চিকিৎসকের তথ্য সেখানে পাওয়া যাবে। দেরীতে হলেও […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo