শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
আগামী ১২ মে শুরু হচ্ছে দেশের ৬৪ জেলার স্বাস্থ্য প্রশাসকদের নিয়ে সিভিল সার্জন সম্মেলন- ২০২৫। এই সম্মেলন অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী। এরমধ্যে জেলার স্বাস্থ্যসেবার সমস্যা ও চ্যালেঞ্জগুলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ উপসচিব সনজীদা শারমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সিভিল সার্জনদেরর সার্বিক কার্যক্রম অবহিত হওয়াসহ সরকারের নির্দেশনা প্রদানের জন্য আগামী ১২ মে ও ১৩ মে ২০২৫ তারিখে দুদিনব্যাপি সিভিল সার্জন সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে তার দফতর সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দফতরের সঙ্গে কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে।
এমতাবস্থায়, সিভিল সার্জন সম্মেলন-২০২৫ এর কার্য অধিবেশনে তার দফতর সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দফতরের সঙ্গে উপস্থাপনযোগ্য তথ্য (সমস্যা ও চ্যালেঞ্জসমূহ) আগামী ২০ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
প্ল্যাটফর্ম/এমইউএএস