প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম।
ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে গত ২২ নভেম্বর দুপুর ১:৩০ ঘটিকায় উক্ত মহতী উদ্যোগের শুভ উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হয়। চট্টগ্রামের সিভিল সার্জন মহোদয় ডাক্তার মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে এতে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের সম্মানিত পরিচালক ডাক্তার হাসান শাহরিয়ার কবীর স্যার। এছাড়াও উক্ত আয়োজনের সমন্বয়ক হয়ে গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করেন চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আসিফ খান।
ছবি: ৩য় লিঙ্গের ভেক্সিনশন কার্যক্রম।
সফল এই আয়োজনের প্রথম দিনেই সুবিধা বঞ্চিত ৩০০ এর অধিক তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সদস্যরা কোভিড-১৯ অ্যাস্ট্রোজেনেকা ভেক্সিনের প্রথম ডোজ নেওয়ার সুযোগ পায়। এর পূর্বে গত ১৮ নভেম্বর ২০২১, চট্টগ্রাম সিভিল সার্জন অফিসে যেসকল প্রতিষ্ঠানে এখনো কোভিড টিকা পাননি, এন আইডি কার্ড নেই বা সদ্য ১৮ বছর হয়েছে, জন্ম সনদ নেই অথচ নিয়মিত কাজ করছেন, তাঁদেরকে কোভিড টিকা কর্মসূচির আওতায় এনে কর্মপরিবেশে কোভিড সুরক্ষাবলয় নিশ্চিত করতে একটি বিশেষ ও জরুরি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।