মঙ্গলবার, ১২ নভেম্বর,২০২৪
আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য এমবিবিএস ভর্তি পরীক্ষায় মূল্যায়ন ৩০০ নম্বরের পরিবর্তে ২০০ নম্বরে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে পরীক্ষা না হওয়ায় এবার এমবিবিএস ভর্তি পরীক্ষার মূল্যায়ন ৩০০ নম্বরের বদলে হবে ২০০ নম্বরে। আগের মতোই ১০০ নম্বরে হবে এমসিকিউ পরীক্ষা। আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে থাকছে ৫০ করে ১০০ নম্বর।
অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “আগে এইচএসসির জন্য ১২৫ এবং এইচএসসির জন্য ৭৫ আর এমসিকিউতে ১০০ এই ৩০০ নম্বরের মধ্যে পরীক্ষা হতো। এ বছর এই পরীক্ষাগুলো যেহতু হয়নি এবং এগুলোতে এগ্রিগেটের ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে, এজন্য সিদ্ধান্ত হয়েছে যে এইচএসসির ওয়েটেকসটা একটু কমিয়ে দেওয়া হবে। এ জন্য ২০০ নম্বরের মধ্যে এবার পরীক্ষা হবে।”
দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিলে আগে ৫ নম্বর কাটা গেলেও এবার কাটা হবে ৩। আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ব্যবধান দুই বছরের বেশি থাকলে পরীক্ষায় অংশ নেওয়া যেত না। কিন্তু এবার ব্যবধান ৩ বছর হলেও অংশ নেওয়া যাবে।
অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, “এটা সেই পরীক্ষা যার মাধ্যমে আমরা সেই চিকিৎসক তৈরি করব যারা আমার চিকিৎসা করবে, আপনার চিকিৎসা করবে। সুতরাং আমরা এটুকু আশ্বস্ত করতে পারি যে আমাদের তরফ থেকে শতভাগ প্রচেষ্টা আছে, কোনোভাবেই যেন কোনো বিতর্কিত দুর্নীতিবাজ কেউ যেন এই ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট না থাকতে পারে।”
প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী